বিজ্ঞাপন দিন

জলঢাকায় বীজ, সার ও উপকরণ বিতরণ



রাশেদুজ্জামান-সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জলঢাকায় ২০২১-২০২২ইং মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৬০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ ও মাসকালাই ফসলের বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমূখ। উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন অফিসার বলেন, ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এক কেজি করে পেয়াজের বীজ, পলিথিন, সুতলি, ২০ কেজি করে সার ও ৯০ জন কৃষকের ৫ কেজি করে মাসকালাই ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়। 



Post a Comment

0 Comments