বিজ্ঞাপন দিন

ডোমারে হবিবর ঠাঁটারীর বাঁচার আকুতি

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলার সবার পরিচিত মুখ হবিবর ঠাঁটারী বাঁচার আকুতি জানিয়েছে সমাজের বিত্তবানদের কাছে। প্রায় ৪০ বছর ধরে ডোমার রেল ঘুন্টির ধারে গৃহস্থলীর পুরাতন ধাতব জিনিসপত্র মেরামত করে জীবিকা নির্বাহকারী হবিবর রহমান পৌরসভার কলেজ পাড়া এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে টাকার অভাবে কিডনি ও হার্ট এর সমস্যা নিয়ে নিজ বাড়ীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হবিবর রহমানের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে জানাযায়,গত ১৫ অক্টোবর রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দীর্ঘ ৫দিন ধরে চিকিৎসা সেবা গ্রহন করে কিছুটা সুস্থ্যতা বোধ করেন। সেখানে চিকিৎসকের পরিক্ষা নিরিক্ষায় কিডনি ও হার্টের সমস্যা ধরা পড়ে। দায়িত্বরত চিকিৎসক হবিবরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসার জন্য ডাক্তার ৫০ হাজার টাকা লাগবে বলে ধারনা দেন। পরিবারের একমাত্র উপার্জনকারী হবিবর রহমানের অর্থ সঞ্চয় বলতে কিছুই নেই। ঠাঁটারী পেশাও বর্তমানে চলে না। একদিনের ঔষধ কেনার মতো হাতে টাকা নেই। টাকার অভাবে হবিবর এখন নিজ বাড়ীতে মৃত্যু দিন গুনছে। কান্নাজড়িত কন্ঠে হবিবর রহমান বলেন,আপনারা সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে সহযোগীতা করে সুস্থ্য করে তুলুন। আমি আমার পরিবারের জন্য বাঁচতে চাই। হবিবরকে সহযোগীতা করতে নিজস্ব (বিকাশ) ০১৭৫৫২৫৭৭০০ নম্বরে সতায়তা কামনা করেন তার পরিবার।

Post a Comment

0 Comments