বিজ্ঞাপন দিন

স্কুল গেটে জলাবদ্ধতা ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারী জলঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত জলঢাকা মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান গেটে একটু বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সাব-রেজিস্ট্রি অফিস হতে বিদ্যালয় যাওয়ার প্রধান গেট পর্যন্ত হাটু পানি ও বড় গর্ত থাকায় মাত্র ১ মিনিটের রাস্তার বিপরিতে ডালিয়া রোড হয়ে জিরোপয়েন্ট মোড় দিয়ে ঘুরে আসতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। এতে একদিকে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া যেমনি বেশি লাগছে,তেমনি বিদ্যালয়ে উপস্থিত হতেও দেড়ি হচ্ছে। ওই বিদ্যালিয়ের শিক্ষার্থী মহেসিন,সোহেল ও সুমন হোসেন জানান,স্কুল যাওয়ার সময় বাবার কাছে নাস্তার জন্য কিছু টাকা নেই,স্কুল যাওয়ার রাস্তা ও গেটের সামনে জলাবদ্ধ থাকায় প্রায় ১ কিলোমিটার ঘুরে আসায় নাস্তার টাকা আমাদের ভাড়া দিতে শেষ হয়ে যায়। আমরা এই ভোগােিন্ত থেকে রেহাই চাই।’’ এ বিষয়ে জলঢাকা মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন,‘‘ ইতিমধ্যে পৌর মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে,তিনি স্কুলের সামনের জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’ পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন,এখন কোন বরাদ্দ নাই,বরাদ্দ আসলেই আমরা কাজ শুরু করবো।’’



Post a Comment

0 Comments