বিজ্ঞাপন দিন

জলঢাকায উর্ধ্বমূখী সম্প্রসারন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় বিদ্যালয় একতলা ভবনে এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন আলা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা  জাপার সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম  মঞ্জু, আমজাদ হোসেন চৌধুরী, জাপা নেতা সাইদার রহমান বুলু। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, জাপা নেতা দবির হুদা, ইকবাল কবির চৌধুরী ও এমপির পিএস ডিএমএ আনাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ। এসময় এমপি বলেন, সংসদীয় এলাকার উন্নয়নে আমি নিজেকে উজার করেছি। কাজ করার ক্ষেত্রে আমাকে কোন ঘুষ দিতে হয়না। যেখানে উন্নয়ন কাজের প্রয়োজন সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি। এছাড়াও বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারনেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে। আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।      

Post a Comment

0 Comments