বিজ্ঞাপন দিন

নীলফামারীতে স্বাস্থ্য সম্মত ও সুষম খাবার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ “মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে স্বাস্থ্য সম্মত ও সুষম খাবার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে লাইফ স্টাইল হেল্থ এডুকেশন এবং প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে একদিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জহিরুল করিম, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাক্তার এ.এস.এম রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ঈমাম ও গ্রাম্য চিকিৎসকগন। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন, সবাইকে সুষম খাবার গ্রহন এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।

Post a Comment

0 Comments