বিজ্ঞাপন দিন

জলঢাকায় ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা শুরু



মর্তুজা ইসলাম,  জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মহা ষষ্ঠী পুজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপুজা শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক লিটন কর্মকার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন         

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুক্তারুজ্জামান।        মন্দির কমিটির সভাপতি বাবু দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, থানা ইনচার্জ (ওসি) ফিরোজ কবির,উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মীর হাসান আল বান্না,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, পূজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি শ্রী জ্যোতিষ সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী ধনেশ্বর রায়,জলঢাকা উপজেলা শাখার জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মোঃমমিনুল ইসলাম মঞ্জু,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি লাল বাবু রায় প্রমূখ।অনুষ্ঠান'টি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ চন্দ্র রায়। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, এবারে উপজেলায় ১৮২ টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক আইনসৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী সার্বক্ষনিক প্রত্যকটি পুজা মন্ডব পরিদর্শন করবে। সভায় মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহবান জানান অতিথিবৃন্দ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে পূজা মণ্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এদিকে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসব।         

Post a Comment

0 Comments