বিজ্ঞাপন দিন

জলঢাকায় শারদীয় দুর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু জ্যোতিষ সরকার, সদস্য সচিব অধ্যাপক ধনেস্বর চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, জলঢাকা উপজেলা কমিটির সভাপতি লিটন কর্মকার, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু নির্মলেন্দু রায় ও সাধারন সম্পাদক মৃত্তঞ্জয় রায়। সভায় জানানো হয় এবারে উপজেলায় ১৮২ টি মন্দিরে পুজা উদযাপন হবে। এছাড়াও এবারে পুজা মন্ডবে মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক আইনসৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সার্বক্ষনিক প্রত্যকটি পুজা মন্ডব পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পুজা উদযাপনে সকলের মাস্ক পড়া নিশ্চিত সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Post a Comment

0 Comments