বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন



জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা পৌর মেয়রের ব্যাক্তিগত কার্যালয় চত্বরে পৌরসভার ১শত ১৬ জনের মাঝে হাত ধোয়ার হ্যান্ড ডিভাইস, সাবান ও মাস্ক বিতরন করেন মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো ২ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জাহেদুল হক, ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক ও পৌরসভার সার্ভেয়ার  আমজাদ আমিন প্রমুখ। এসময় মেয়র সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। টেকনিক্যাল কো-অর্ডিনেটর জাহেদুল হক জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১ হাজার ৪শত গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুর মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এসব করোনা সামগ্রী সরবরাহ করে।             

Post a Comment

0 Comments