মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নাবী পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালে উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম সরকার প্রমুখ। এসময় ইউএনও নাবী পাট উৎপাদনকারী চাষিদের পাট বীজ উৎপাদন করে নিজেদের চাহিদা পুরন করে অন্যান্য কৃষকদেরও বীজ দিযে সহায়তা করার আহবান জানান। বস্ত্র পাট মন্ত্রণালয়ের সহায়তায় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তর জলঢাকা এই মেশিন বিতরণ করে।#
0 Comments