মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় জলঢাকা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ২--০ গোলে জলঢাকা পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা প্রশাসন একাদশের ক্যাপ্টেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসন একাদশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও ওসি তদন্ত ফজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করে। অপরদিকে মেয়র ইলিয়াস হোসেন বাবলু'র নেতৃত্বে পৌরসভা একাদশে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে। খেলাটি পরিচালনা করেন সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুস সালাম ও অধ্যক্ষ আবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ শামীম ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটি দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন
0 Comments