বিজ্ঞাপন দিন

জলঢাকায় লবন, তেল, চিনি ও ফাস্ট ফুডের ক্ষতিকর বিষয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় লবন, তেল, চিনি ও ফাস্ট ফুড খাবারের ক্ষতিকর দিক এবং ফলমুল ও শাক শবজি'র উপকারিতা সম্পর্কে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের প্রমুখ। ওয়ার্কসপ পরিচালনা করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ফিরোজ হাসান খান। এসময় সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর জানান, খাদ্যাভাসের কারণেই মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য তিনি লবন, তেল, চিনি ও ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করে বেশি বেশি ফলমূল ও শাক শবজি গ্রহণ করে নিজের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে সভায় সকলকে আহবান জানান। সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে লাইভ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জরপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগন অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments