মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আবু সাঈদ শামীম ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের বামনাবামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা শ্রমিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম। নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ সোহেল রানার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ জুলফিকার আলি জুয়েল, মোকলেছার রহমান সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজালুল হক আপন, মানিক হোসেন, সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজাউল আজাদ আবির, সম্পাদক নুর আলম ও লিটন প্রমুখ। উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ উপজেলার রনচ্ডী ইউনিয়ন ২০ রানে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন ক্রিকেট একাদশ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। বামনাবামনি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।
0 Comments