বিজ্ঞাপন দিন

জলঢাকায় কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত



জলঢাকা প্রতিনিধিঃ "ফুটবল শুধু একটা খেলা নাফুটবল মিটিয়ে দেয় দুরুত্ব সৃষ্টি করে ভালোবাসার বন্ধন" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭নভেম্বর) বিকেলে উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই হাগুড়ার ডাংগা মাঠের খেলায় গোলমুন্ডা খেলোয়াড় কল্যাণ সমিতি ১--০ গোলে কিশোরগঞ্জ ফুটবল একাদশ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা লাস ফার্মা লিমিটেড এর রোহান চৌধুরী, সাবেক ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ। পিয়ারী গার্মেন্টস এর সৌজন্যে খেলাটির সার্বিক তত্বাবধান করছেন সাঈদুজ্জামান সাঈদ, শফিকুল ইসলাম ও ফাহিম ফেরদৌস। দক্ষিন দেশীবাই হাগুড়ার ডাংগ "যুব সংঘের" আয়োজনে খেলাটি দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।      


Post a Comment

0 Comments