বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারী জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ৩য় ধাপের নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএএম মুক্তারুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ ফিরোজ কবির ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন। সভায় নির্বাচনে অংশগ্রহণকারী ১১ ইউনিয়ন পরিষদে প্রতিদ্বদ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত থেকে   নিজ নিজ  এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার প্রদান করেন। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। এছাড়াও  তিনি সভা ও নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ ও নির্বাচন কমিশনের বেধে সকল নির্দেশনা প্রার্থী ও তাদের কর্মীদের যথাযথভাবে মেনে চলার আহবান জানান।পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান    বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদেরকে আশ্বস্ত করেন যে আগামী ২৮ নভেম্বর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এবারের ৩য় ধাপের নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন চেয়ারম্যান, ১ শত ৪৫ জন সংরক্ষিত সদস্য  ও সাধারণ সদস্য পদে ৩ শত ৮১ জন প্রতিদ্বন্ধীতা করছে।      

Post a Comment

0 Comments