বিজ্ঞাপন দিন

ডোমারে হ্যাট্রিক জয়ী মেয়র দানু’কে বিএইচআরবি’র সংবর্ধনা



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে সদ্য হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে হ্যাট্রিক জয়ী নব নির্বাচিত মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানুকে সংবর্ধনা দিয়েছে মানবাধিকার ব্যুরো বিএইচআরবি’র উপজেলা শাখার নেতৃবৃন্দ। মেয়র দানু সংবর্ধনা প্রদানকারী সংগঠনটির প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মানবাধিকার ব্যুরো বিএইচআরবি ডোমার শাখা আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। বিএইচআরবি’র ডোমার শাখার সভাপতি রাকিব হাসান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী, সাধারন সম্পাদক রওশন রশীদ,ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান এক্রামুল হক প্রামানিক,বিএইচআরবি ডোমার শাখার সহ উপদেষ্টা বুলু ইসলাম প্রমূখ।

এছাড়াও মানবাধিকার ব্যুরো বিএইচআরবি ডোমার শাখার সহ সভাপতি হাসানুর আলম রিমুন,সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,আইন বিষয়ক সম্পাদক সানজিতা সেতু উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments