বিজ্ঞাপন দিন

ডোমারে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ডোমারে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহষ্পতিবার সকাল দশটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবীর আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল  উপজেলার ছোট রাউতা ফরেষ্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত নুর ইসলামের ছেলে নুর আলমকে(৪০) তার নিজ বাড়ী থেকে ৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

নুর আলমের স্বীকার উক্তিতে  পরে হরিণচড়া ইউনিয়নের মৃত আনছার আলীর ছেলে আব্দুল কাদেরকে(৩৫) তার বাড়ী থেকে তিন বোতল ফেন্সিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওইদিন বিকালে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ডোমার থানা পরিদর্শক(ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহষ্পতিবার আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


Post a Comment

0 Comments