বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে বিজিবি সদস্য হত্যা মামলায় ৯৫ জন আসামী

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্য রুবেল হত্যায় ৯৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মালার ১ নং আসামী গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক। পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ৩০ নভেম্বর’ ২০২১ তারিখে ওই এলাকার ৯৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৪। এই মামলার ১ নং আসামী করা হয়েছে গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিককে। হত্যাকান্ডে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ১ নম্বর আসামী মারুফ হোসেন অন্তিক ও তার দলবল ধারালো অস্ত্র সহ বিজিবি সদস্য নায়েক(৭০৪৪৬) রুবেল মন্ডল সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও পুলিং, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসারের উপর হামলা করে। এ সহিংস ঘটনায় রুবেল মন্ডল মুখে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরেই মাঝাপাড়া গ্রামের নারী-পুরুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানা পুলিশ তল্লাশী চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। গ্রেফতার এড়াতে এলাকাবাসী তাদের বাড়ীর মুল্যবান জিনিসপত্র ও গবাদী পশু নিয়ে অন্যত্র অবস্থান করছে। পুরো এলাকা হয়েছে সুনসান। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সাথে কথা তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে তদন্ত করছি। মামলার আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments