বিজ্ঞাপন দিন

ডোমারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: মাদক,জুয়া,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইনশৃংখলা রক্ষার্থে নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ নভেম্বর) দুপুরে মির্জাগঞ্জ হাট চত্ত্বরে ডোমার থানার আয়োজনে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম। এসময় জোড়াবাড়ী বিটের এর দায়িত্ব প্রাপ্ত এসআই মো: লুৎফর রহমান, জোড়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম জুয়েল, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, পুলিশের একার পক্ষে মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। মাদক মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেনি- পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স ঘোষনা রয়েছে। মাদক ও জুয়ার ব্যাপারে কোন ছাড় নেই। নারী- নির্যাতন ও বাল্য বিবাহে আপনাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের সকলের প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।

Post a Comment

0 Comments