বিজ্ঞাপন দিন

জলঢাকায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও উপকরণ বিতরন



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃপ্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিরক্ষরতা দূরীকরণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কতৃক বাস্তবায়িত 'মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)' এর নীলফামারীর জলঢাকায় শেলপ হেলপ এন্ড রিহেবিলিটেশন পোগ্রাম (শার্প) এর সহায়তায় কাজির হাট কেন্দ্রে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বয়স্ক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পোগ্রাম অফিসার কবিতা আক্তার,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কবির,শার্প এর ফোকাল পারসন জাবেদ আলী,পোগ্রাম ম্যানেজার চঞ্চল কুমার ঝাঁ,পরিদর্শক মিঠু রায় ও প্রকল্পটির পৌর সুপার ভাইজার জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। উপজেলা প্রোগ্রাম অফিসার জানায়,উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৩ শত টি কেন্দ্রে ২ জন শিক্ষক ৬০ জন শিক্ষার্থীকে পাঠদান করাবে। কেন্দ্রগুলোতে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর নারী ও পুরুষদের অক্ষর জ্ঞান দেওয়া হবে।

Post a Comment

0 Comments