বিজ্ঞাপন দিন

জলঢাকায় জীবনতরী পাঠশালার উদ্দোগে কম্বল বিতরণ

জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জীবনতরী পাঠশালার উদ্দোগে পারভেজ তমাল মাহমুদের সহযোগিতায় নীলফামারী সদর উপজেলাসহ জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার ১শত ১৫ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ডিসেম্বর) সকালে শিমুলবাড়ী ইউনিয়নের সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা কমিটির সম্পাদক ও বাংলাদেশ বেতারের সাংবাদিক মর্তুজা ইসলাম, জীবনতরী পাঠশালার সভাপতি অপিজার রহমান, উন্নয়নকর্মী শিরিন আকতার আশা, সমাজকর্মী রুবি আকতার ও সহ সভাপতি- আল আমিন ইসলাম (স্বপন) ও সাধারণ সম্পাদক- সবুজ ইসলাম সহ জীবনতরী পাঠশালার সকল সদস্যবৃন্দ। এসময় অপিজার রহমান জানান, পারভেজ তমাল মাহমুদের সহযোগিতায় ৫ শত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় (১৮ ডিসেম্বর) শিমুলবাড়ী ইউনিয়ন ও নীলফামারী সদরের ১১৫ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল বৃত্তবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। পারভেজ তমাল মাহমুদের সহযোগিতায় জীবনতরী পাঠশালা এসব কম্বল বিতরণ করে।

Post a Comment

0 Comments