বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডোমারে ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ভিটামিন

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে আগামী ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর ৫৬ হাজার শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সে উপলক্ষে এডভোকেসী ও কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর সহযোগীতায় ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রায়হান বারী সভাটির আয়োজন করেন। সভায় ডা. রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সে’র এমওডিসি ডা. আবুল আলা, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন বক্তব্য রাখেন। ডা. রায়হান বারী জানান, আগামী ১১ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর উপজেলার ২শত ৪০টি ইপিআই সেন্টারে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী ক্যাম্প করা হবে। ক্যাম্পইনে ৬মাস হতে ১১ মাস বয়সী ৫ হাজার একশত শিশুকে লাল রংগের ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৫১ হাজার শিশুকে নীল রংগের ক্যাপসুল খাওয়ানো হবে।

Post a Comment

0 Comments