বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার ২২টি ইউপি চেয়ারম্যানের শপথ



আব্দুল মালেক, নীলফামারীঃনীলফামারীতে দুই উপজেলা নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার ২২টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান তিনি।এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম.পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার ও জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগন।গত ১১ নভেম্বর নীলফামারী সদরের ১১টি ইউনিয়ন ও ২৮ নভেম্বর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।



Post a Comment

0 Comments