বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সন্ধ্যায় চাঁদখানা ইউনিয়নের মমিনুল হক (ওয়াফি) রাইস মিল চাতাল মাঠে চাঁদখানা জাতীয় পার্টির আয়োজনে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের চাঙ্গা করে তুলতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। চাঁদখানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির মনোনীত চাঁদখানা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন,সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ,বাহাগিলী ইউনিয়ন জাতীয় পার্টির মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান সুজাউদ দৌলা লিপটন,সদর ইউনিয়ন জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,মাগুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিঠু প্রমূখ। 

প্রধান অতিথি আহসান আদেলুর রহমান বলেন,কিশোরগঞ্জে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের পক্ষে জোয়ার উঠেছে। আমাদের সফলতা দেখে অন্যান্য দলের নেতাকর্মীদের গায়ে আগুন জ্বলছে। আগামী ৫ জানুয়ারী নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলামকে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য সকলকে আহবান জানান।তিনি বলেন, ভোট চুরির দিন শেষ হয়ে গেছে। মানুষ এখন তার পছন্দের প্রতীকের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে।

Post a Comment

0 Comments