বিজ্ঞাপন দিন

স্বাস্থ্য সেবায় ১ম হলো জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স



জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং—এইচএসএস) রেটিংয়ে রংপুর বিভাগে প্রথম ও জাতীয় পর্যায়ে ১৩তম স্থান অধিকার করেছে। এছাড়াও টেলিমেডিসিন সেবার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক এগিয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রসব-পরবর্তী সেবা, সিজারিয়ান অপারেশন, মাইনর সার্জারি, ব্রেস্ট ফিডিংসহ অন্যান্য সেবা দেওয়ার জন্য এ রেটিংস অর্জন করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিভিন্ন ইনডিকেটর বা পরিমাপক দ্বারা পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (এইচএসএস) রেটিংসে স্কোরের মাধ্যমে র‍্যাঙ্কিং করে থাকে। এদিকে করোনাকালীন সময়ে  চিকিৎসক, নার্সসহ সম্মুখযোদ্ধারা স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও কর্মচারীরাও করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিল। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর  বলেন, এর আগেও জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স  রংপুর বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তিনি আরো বলেন, স্থানীয় এলাকাবাসী ও জনগোষ্ঠীর মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত চিকিৎসক দল নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়েও এ সফলতা (১৩তম স্থান) অর্জিত হয়েছে। পূর্ববর্তীদের অর্জিত এই সুনাম ধরে রাখার জন্য সকলের সহযোগিতা চান তিনি।

Post a Comment

0 Comments