বিজ্ঞাপন দিন

জলঢাকয় খ্রীস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারর জলঢাকায় নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো খ্রীস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শনিবার দুপুরে উপজেলার চেরেঙ্গা বটতলী ঝাড়পাড়ায় গ্রেস এন্ড ট্রুথ চার্চের উদ্যোগে দিনটি পালন করা হয়েছে। বড়দিনের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্রেস এন্ড ট্রুথ চার্চের চেয়ারম্যান এমএ ওয়াহাব। এসময় বক্তব্য রাখেন, চার্চটির পালক মাইকেল মোশারফ, পৌর কাউন্সিলর রঞ্জিত কুমার রায় এসময় উপস্থিত ছিলেন, নিউ লাইফ খ্রীষ্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়, ডাক্তার পরেশ চন্দ্র রায়, ভক্ত মিশন উপজেলা সভাপতি অতুল চন্দ্র রায়। গ্রেস এন্ড ট্রুথ চার্চের চেয়ারম্যান এমএ ওয়াহাব বলেন, খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রীস্ট এ দিনে ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহন করেছিলেন। খ্রীস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যীশুর এ ধরায় আগমন ঘটেছিল। তাই বাংলাদেশের খ্রীস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে এদিনটি উদযাপন করেন। পরে বড়দিনের কেক কেটে উপহার বিতরণ করা হয়। এদিকে একই সময় চেরেঙ্গা কালীরথান নিউ লাইফ খ্রীষ্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন্দ্র নাথ রায়, বগুলাগাড়ী ফেইথ বাইবেল চার্চের পাস্টর সুকচাদ ও বালাপাড়া কাচারি ওমেকা চার্চের পাস্টর আব্দুস সামাদ বড়দিনের উৎস পালন করেছে। এর আগে গত বুধবার সকালে পৌরসভার আমরুল বাড়ি হিন্দু পাড়ায় নিউ লাইফ খ্রীষ্টিয়ান ফেলোশিপ চার্চের উদ্যোগে খ্রিস্টান ধর্মের শিশুদের নিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে প্রাক-বড়দিনের উৎসব পালন করেন ওই চার্চের পালক মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়। বড়দিনের উপাসনা ও শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কীর্তনের পাশাপাশি ধর্মীয় আসর বসে। গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

Post a Comment

0 Comments