বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাঠ পর্যায়ের কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (২০ডিসেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জানো প্রকল্পের জেলা সহকারী ম্যানেজার পোরসিয়া রহমান, উপজেলা ম্যানেজার বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটিইপিআই কর্মী রাশেদুল ইসলাম ও জানো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খুরশিদা রহমান। পোরসিয়া রহমান জানান, প্রশিক্ষণে তৃনমুল পর্যায়ের গর্ভবতী মা, প্রসুতি মা, শিশু ও কিশোরীদের মাঝে কিভাবে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে ধারনা দেওয়া হবে। তিনি আরো বলেন, ৫ ব্যাচে অনুষ্ঠিত প্রশিক্ষণে ১শত ৫০ জন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহায়তায় কেয়ার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং জানো প্রকল্প এই প্রশিক্ষণ আয়োজন করে।

Post a Comment

0 Comments