বিজ্ঞাপন দিন

নীলফামারীতে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শির্ষক মতবিনিময় সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে আধুনিক রাষ্ট্র গড়ার লক্ষে অনিয়ম, দুর্নীতি ও অনাচার প্রতিরোধ করে সুশাসন ও ন্যায়বিচার, মানুষের অধিকার পতিষ্ঠা, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং সর্বপরি একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে পেশাদার অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম বজায় রাখতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার সকালে নীলফামারী প্রজাপতি কনভেনশন সেন্টারে সুজনের সাধারন সম্পাদক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আনারুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি হাকিম মোস্তাফিজার রহমান সবুজ, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান, ইসরাত জাহান পল্লবী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান, কবি ও সাহিত্যক মনি খন্দকার, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, সুজনের সিনিয়র সদস্য নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ এবং জেলা মহিলা লীগের যুগ্ন সাধারন সম্পাদক রতনা সিনহা প্রমূখ।

Post a Comment

0 Comments