বিজ্ঞাপন দিন

ডোমারে ইউপি নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: পঞ্চম ধাপে ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারী নীলফামারীর ডোমার উপজেলার ১০ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের চারদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাচন কার্যালয় প্রশিক্ষনটির আয়োজন করে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী ডোমার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও এক হাজার ১১৪ জন পোলিং এজেন্ট প্রশিক্ষনে অংশ গ্রহণ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাচান চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ২৮ ডিসেম্বর হতে আগামী ১ জানুয়ারী পর্যন্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ  দেওয়া হবে।

                                     


Post a Comment

0 Comments