বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডোমারে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।বৃহষ্পতিবার রাতে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।এর আগে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।প্রার্থী তালিকায় এবার বড় ধরনের চমক দেখিয়েছে দলটি। উপজেলায় দলের তিনজন বর্তমান চেয়ারম্যান ও  প্রভাবশালী নেতাদের মনোনয়ন না দিয়ে নতুন ও তরুণ  নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, সাবেক গোমনাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আ: হামিদ, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এহতেশামুল হক,বামুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন রায়,পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামীগের সহ সভাপতি এমদাদুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা আখতার,ডোমার সদর ইউনিয়নে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম আহমেদ, সোনারায় ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক ফিরোজ চৌধুরী ও হরিণচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাসেল রানা’র নাম ঘোষনা করেন স্থানীয় সরকার নির্বাচন আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, এবার তারুণ্য নির্ভর প্রার্থী মনোনয়ন দিয়েছি কেন্দ্র। অধিকাংশ জনেই নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী। 


Post a Comment

0 Comments