বিজ্ঞাপন দিন

ডোমারে “সবার পাঠশালা’র প্লাস্টিকমুক্ত করন কর্মসূচি অনুষ্ঠিত

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: “এ ওয়াল্ড উইথআউট প্লাস্টিক, সেভ দ্যা প্লানেট” স্লোগানে নীলফামারীর ডোমারে সবার পাঠশালা গ্রীন ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার নিমোজখানা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে সবার পাঠশালা’র আয়োজনে ত্রিশজন সেচ্ছাসেবক প্লাস্টিক মুক্ত করন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। শেষে উক্ত মাঠ প্রাঙ্গনেই প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। সবার পাঠশালা’র উপদেষ্ঠা ও বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক বকুল রায়ের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক ও সমন্বয়ক নরোত্তম রায়,হাবিবুর রহমান হাবীব, গোপাল রায়,মিলন রায় প্র্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে আমাদের পৃথিবী আজ বিপদের সম্মুখীন। এর মধ্যে হু হু করে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। যা আমাদের পরিবেশের জন্য বিরাট হুমকি। তাই আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য এ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি আমরা নিজে যেমন সচেতন হবো এবং অন্যকেও সচেতন করার প্রচেষ্টা করব। তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, পাহাড়ের বরফ গলছে, এতে সমুদ্রের উচ্চতা বাড়ছে। যার ফলে, অনেক সমুদ্র অঞ্চল তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়ছে। আমাদের এখনেই সাবধান ও সচেতন হওয়া উচিত। নইলে সামনে আমাদের বিপদ নিশ্চিত। উল্লেখ্য 'সবার পাঠশালা' ২০১৭ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই জলবায়ু পরিবর্তন, শিক্ষা, সেবা, মানবতা, এসডিজিএস সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ করে আসছে।

Post a Comment

0 Comments