বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে রোকেয়া দিবসে তিন নারী পেলেন জয়িতা সম্মাননা

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ঃ "নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি" স্লোগানে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ পালন উপলক্ষে সমাজে নিজ নিজ কার্মক্ষেত্রে বিশেষ অবদান রখায়,তিন নারী পেলেন,জয়িতা সম্মাননা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে তিন নারীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা জানানো হয়। ইউএনও নবীরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা জাকিয়া ফারহানা, একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফা আক্তার প্রমুখ। এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার জানান, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক” কর্মসূচির আওতায় পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক সাফল্যের জন্য উপজেলার উত্তর চাঁদখানা নগর নগরবন্দ গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম এর কন্যা মোছাঃ খাদিজা মেমি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য একই ইউপি'র নগরবন্দ গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ফাতেমা আক্তার মিনি এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মাগুরা ইউপি'র দর্জিপাড়া গ্রামের মৃত্যু বফিল উদ্দিনের কন্যা সফিয়া আক্তার বিজলী। #সাথে ছবি আছে

Post a Comment

0 Comments