বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের বাড়িতে রেলমন্ত্রী-সুজন

আব্দুল মালেক, নীলফামারী। শনিবার বিকেলে নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত একই পরিবারের তিন শিশু লিমা আক্তার(৮), শিমু আক্তার(৬), মমিনুর রহমান(৩) ও শামিম ইসলামের বাড়িতে রেলওয়ে মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন। এসময় তিনি নিহত পরিবার গুলোকে আর্থিক সহযোগীতা করেন এবং সমবেদনা প্রকাশ করেন। নিহত তিন সন্তানরা হলেন, উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ী বেকপাড়া বউবাজার এলাকার রিক্সা চালক রেজোয়ানের তিন সন্তান এক ছেলে ও দুই মেয়ে। এবং অপরজন হলেন, মনসা পাড়ার রেলওয়ে গেটের কিপার মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে শামিম ইসলাম। বুধবার সকাল সাড়ে ৮টায় নীলফামারীর চিলাহাটি থেকে খুলনাগামী খুলনা মেইল রকেট এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশুদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাঁক্কায় শামীম ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলমন্ত্রী নিহত তিন শিশুর বাবা রেজওয়ানের হাতে ৫০ হাজার ও নিহত শামীম ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার সুমির হাতে ৩০ হাজার টাকা তুলে দেন। এসময় তিনি দুই পরিবারের দুইজনকে রেলওয়ে বিভাগে চাকরী দেয়ার আশ^াস দেন। এছাড়াও জেলা প্রশাসন থেকে নিহত শিশুদের বাবাকে ২৫ হাজার ও শামীমের স্ত্রীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নির্বাহী অফিসার জেসমিন নাহার, অফিসার ইনচার্জ আব্দুর রউপ ও বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান বুলেট প্রমূখ।

Post a Comment

0 Comments