বিজ্ঞাপন দিন

পঞ্চগড়ে দি মেসেজ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঢাকা গেণ্ডারিয়া দি মেসেজ ফাউন্ডেশন। 

শনিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষিদার গ্রামে শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান শায়েখ সাইফুল ইসলাম খান মাদনী। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা গেণ্ডারিয়া দি মেসেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এনামুল হক, সংস্থাটির সি.ই.ও আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার সোলায়মান আলী ও জলঢাকা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইয়াদ আলী প্রমুখ।


Post a Comment

0 Comments