বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিববর্ষ ফুুুটবলে স্বাস্থ্য কমপ্লেক্স চ্যাম্পিয়ন




মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রীতি ফুটবল টুর্নামেন্টে স্বাস্থ্য কমপ্লেক্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ শনিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনাল খেলায় জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স ফুটবল একাদশ ২--০ গোলে উপজেলা প্রশাসন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর কবীর শাওন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। উপজেলা প্রশাসন ফুটবল দলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান অংশগ্রহণ করে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের নেতৃত্বে জলঢাকা হাসপাতাল ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, অধ্যক্ষ আবেদ আলী, সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুস সালাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় ইউএনও মাহবুব হাসান ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় স্বাস্থ্য কমপ্লেক্সের গোলকিপার রাকিব। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।###                                    


Post a Comment

0 Comments