বিজ্ঞাপন দিন

জলঢাকায় জুয়া খেলার অপরাধে ৯ জন আটক অতঃপর জেল হাজতে

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, রোববার মধ্যরাতে তার নেতৃত্বে এসআই নুরুল হক সরকার পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার বিন্যাকুড়ি ডাঙ্গা পাড়ার মোসলেম উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করেন। আটকৃতরা হলেন, উপজেলার খুটামারা পাটোয়ারি পাড়ার আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (২৫), পশ্চিম খুটামারা পাটোয়ারি পাড়ার জাহানুর রহমানের ছেলে মিষ্টার রহমান (২৭), বিন্যাকুড়ি পূর্বপাড়ার লাল বর্মণের ছেলে শুদাস চন্দ্র রায় (৪৫), বিন্যাকুড়ি ডাঙ্গা পাড়ার সহিদার আলীর ছেলে রাজ্জাকুল ইসলাম (২৮), জুম্মা পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে মইনুল ইসলাম (২৮), পূর্ব পাড়া হেমন্ত রায়ের ছেলে মনোরঞ্জন (২৬), কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা তেলি পাড়ার এরশাদুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (২৭), উত্তর বড়ভিটা মাছুয়া পাড়ার লেবু ইসলামের ছেলে বাবু ইসলাম (৩০) ও মোক্তার আলীর ছেলে মশিউর রহমান (২৭) প্রমুখ। সোমবার দুপুরে তাদেরকে নীরফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments