বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় সমাজসেবা দিবস- ২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ থেকে র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, অফিস সহকারি মনিরুজ্জামান রাজু ও দি মেসেজ ফাউন্ডেশনের সি.ই.ও আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং এনজিও সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments