বিজ্ঞাপন দিন

ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে প্রশাসনের মত বিনিময়

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: আগামী ৫ জানুয়ারী নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে পৃথক দু’টি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ও সকাল ১১ টার সময় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভা দু’টির আয়োজন করেন উপজেলা নির্বাচন কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্ব জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ,সহকারী কমিশনার(ভূমি জায়িদ ইমরুল মোজাক্কিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য, সাধারন সদস্য পদের প্রার্থী ও ভোট গ্রহনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার তাদের বক্তব্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

Post a Comment

0 Comments