আব্দুল মালেক, নীলফামারীঃনীলফামারী সদর উপজেলার ৭নং কচুকাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়েছে। বুধবার (৫ জানুয়ারী) সকালে ৭নং কচুকাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, পরপর তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সচিব মোঃ সালেকুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা মমতাজ উদ্দিন, মাওলানা আলহাজ¦ জয়নুল আবেদীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল হান্নান ও কচুকাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এসময় নবনির্বাচিত সাধারন সদস্যরা হলেন, শফিয়ার রহমান, আব্দুল হাই, ইয়াহিয়া, মোশফিকুর রহমান, গোলাম মোস্তফা, ছাইয়াদুল ইসলাম, মহসিন আলী, শ্রী স্বদেশ চন্দ্র রায়, রিপন সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সাবানা বেগম, রেবা বেগম, জিন্নাতোন নেছা, উদ্দোক্তা আব্দুর রাজ্জাক ও মারমিন আক্তার প্রমুখ।
0 Comments