বিজ্ঞাপন দিন

জলঢাকায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার কাঁঠালী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের স্ত্রী আমিনা খাতুনের নামে বরাদ্দকৃত বাড়ি নির্মাণ কাজের সূচনার মাধ্যমে এ প্রকল্পের উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপজেলা নির্বাাহী অফিসার মাহাবুব হাসান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার,ইউ’পি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,প্রকৌশলী অফিসার মাহমুদুল হাসানসহ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ১৩ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার রফিকুল ইসলাম বাবু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক বলেন,‘‘২০২১-২২ অর্থবছরে প্রথম ধাপে ১২ টি বাড়ি বরাদ্দ এসেছে পর্যায়ক্রমে আরও বাড়ি বরাদ্দ আসবে।’’











Post a Comment

0 Comments