বিজ্ঞাপন দিন

আমি শাসক নই, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই অভিষেক অনুষ্ঠানে- চেয়ারম্যান সাদেক



আবেদ আলী স্টাফ রিপোর্টার নীলফামারীর জলঢাকায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব ভারগ্রহণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হল, অভিষেক ও মতবিনিময় সভা।রোববার দুপুরে উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদে ইউপি সচিব ও উদ্যোক্তা এবং গ্রাম পুলিশদের আয়োজনে বিপুল ভোটের ব্যবধানে নবনির্বাচিত জননন্দিত চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও সদস্যদের এ অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্য করে চেয়ারম্যান সাদেক বলেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে যে সম্মান দিয়েছেন, দোয়া করবেন তা যেন রক্ষা করতে পারি এবং এলাকার উন্নয়নে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেছেন, আমি শাসক নই, সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান রেজাউল হক বাবু।কৈমারী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ইউনিয়ন সচিব মানিক চন্দ্র রায়, কৈমারী স্কুল এন্ড কলেজ শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সিরাজুল হক বসুনিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমিনুর রহমান ও মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঝা ঠাকুর প্রমুখ। এর আগে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় নবনির্বাচিত চেয়ারম্যান সদস্যদের। পরে মিলাদ ও দোয়া শেষে সাবেক চেয়ারম্যান এর কাছ থেকে দায়িত্বভারবুঝে নেন, নবনির্বাচিত চেয়ারম্যান সাদেক। 

Post a Comment

0 Comments