বিজ্ঞাপন দিন

ডোমারের ১০ ইউনিয়নের নির্বাচনী প্রচারনা আজ শেষ

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: আগামী ৫ জানুয়ারী নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনী প্রচারনার শেষ দিন। আজ সোমবার রাত ১২টা পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শেষ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তাগন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, নির্বাচনের ৪৮ ঘন্টা আগে কোন প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। এজন্য ৩জানুয়ারী রাত ১২টার মধ্যে সকল প্রার্থীকে প্রচারনা শেষ করতে বলা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। কোন প্রার্থী নির্বাচনের আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী ডোমার উপজেলার ১ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৪৫ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১০ ইউনিয়নে ৯০ হাজার ৮১৯ জন পুরুষ ও ৮৭ হাজার ৯১২ জন নারীসহ মোট এক লক্ষ ৭৮ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। #

Post a Comment

0 Comments