বিজ্ঞাপন দিন

ডোমারের ১০ ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপের নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন। একই সময় ডোমার উপজেলা পরিষদ হলরুমে ৯০জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) জায়েদ ইমরুল মোজাক্কিন। চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকছেদুল মোমেনীন প্রমূখ। ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। প্রসঙ্গত, চলতি বছরের গত ৫জানুয়ারী পঞ্চম ধাপে নীলফামারীর ডোমার উপজেলার ১০ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Post a Comment

0 Comments