DonorBD.com এটি একটি অনলাই রক্ত দান সংস্থা। প্রয়োজনীয় রক্ত পেতে আপনাকে দ্রুত সাহায্য করবে। www.donorbd.com ওয়েবসাইটটিতে পুরো বাংলাদেশ জুড়ে রক্তদাতাদের তালিকা রয়েছে। রক্তদাতাদের লোকেশন অনুযায়ী ফোন নাম্বার অথবা ফেসবুক আইডিতে সহজ যোগাযোগ করার সহযোগিতা দিচ্ছে এই ওয়েবসাইটি। তাদের মূল উদ্দেশ্য রক্তের জন্য যাতে কোন রুগী এবং তার আত্মীয়-স্বজনকে চিন্তা করতে না হয়, ব্লাড ব্যাংকে যেতে না হয়। এটি বর্তমানের ডিজিটাল যুগে অনলাইন ব্লাড ব্যাংক প্লাটফর্ম। মাত্র দুই মাসে রক্তদাতার সংখ্যা দুই হাজারেরও বেশি। তাদের ইচ্ছে ৩০ লক্ষ রক্তদাতা সংগ্রহ করা, এবং যুবসমাজকে রক্তদানের আগ্রহ করে তোলা।
0 Comments