বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ "কৃষক বাচাঁও, দেশ বাচাঁও" এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ সম্মেলন প্রস্তূতি কমিটির সার্বিক আয়োজনে শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে মন্থেরডাঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক ( ভারপ্রাপ্ত ) বকুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতিফ তারিন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং কৃষকলীগ রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষকলীগ আহবায়ক ও সম্মেলন প্রস্তূতি কমিটির সভাপতি ইয়াহিয়া আবিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল-ওসমানী, খন্দকার জাহাঙ্গির আলম, আরমানুল হক পার্থ, কৃষকলীগ জেলার শাখার সদস্য সচিব ও সম্মেলন প্রস্তূতি কমিটির এ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, জেলা কৃষকলীগ নেতা ও সম্মেলন প্রস্তূতি কমিটির অন্যতম সদস্য আজিজুল ইসলাম, জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার । সম্মেলনের শুরুতেই জলঢাকা উপজেলা শাখাসহ ১১টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকদের নিয়ে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতি পদে দুই জনের নাম উপস্থাপন হলে সম্মেলন প্রস্তূতি কমিটি ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ভোটাভোটি হয়। এতে আগামী ৩ বছরের জন্য হুহাত ফারুককে সভাপতি ও মুসা আলীকে সাধারম সম্পাদক এবং বকুল সরকারকে সিনিয়র সহ-সভাপতি করে পূর্নাঙ্গ জলঢাকা উপজেলা কৃষকলীগের কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। ত্রি-বার্ষিক সম্মেলনের এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকলীগ জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব রুহাত ফারুক।

Post a Comment

0 Comments