বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "পুষ্টি, মেধা, দারিদ্র, প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আইজুল ইসলাম, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারন) আলমগীর হোসেন, উপজেলা জাতিয়পাটির যুগ্ম আহবায়ক দবির হুদা, পৌর জাতিয়পাটির সভাপতি আব্দুল গফুর, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, সাধারণ সম্পাদক মুসা আলী, প্রমুখ। এসময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান জানান, এই প্রদর্শনীর লক্ষ হলো প্রানিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি, উন্নত জাতের গবাদি পশু পাখি পালনে জনগনকে উদ্বুদ্ধকরণ, ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার স্বক্ষমতা তৈরী, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল সম্পর্কে অবহিত করণ সর্বপরি সকলের জন্য নিরাপদ প্রানিজ আমিষ উৎপাদন। প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনির আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলইও রাসেল পারভেজ।   

Post a Comment

0 Comments