বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুন সমাজ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সাংবাদিক মর্তুজা ইসলাম, মানব কল্যান পরিষদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন, এ্যাডভোকেসী ট্রেনিং অফিসার তামান্না জেবিন, এরিয়া কো-অর্ডিনেটর বিলকিস বেগম ও ফিল্ড ফ্যাসিলিটেটর রওশন আলম প্রমুখ। এসময় প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যে তুলে ধরে বলেন,  উপজেলার ৫টি ইউনিয়নে নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন। নেটজ বাংলাদেশের সহযোগিতায় মানব কল্যান পরিষদের (এমকেপি) আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মীসহ ৬০ জন অংশগ্রহণ করে। 

Post a Comment

0 Comments