বিজ্ঞাপন দিন

জলঢাকার কৈমারী ইউপিতে বাড়িবাড়ি গিয়ে পৌছে দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাড়িবাড়ি গিয়ে পৌছে দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড। বুধবার সকালে ইউনিয়নটির ১নং ওয়ার্ড চেংমারী থেকে শুরু করা হয়েছে এ সেবা প্রদানের কাজ। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কৈমারী ইউনিয়ন বড় পরিসরে এবং কয়েকটি ওয়ার্ড থেকে পরিষদ প্রায় ১৫/১৬ কিলোমিটার দুরত্ব হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে উপকারভোগী কার্ডধারীরদের সুবিধার্থে তাদেরকে দুই ভাগে বিভক্ত করে গাবরোল সিদ্দিকীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। এসময় তিনি বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো এসব কর্মজীবী মানুষকে যেন আর তাদের কাজ কর্ম ফেলে রেখে পরিষদে গিয়ে দিন নষ্ট করতে না হয়, সেজন্যই বাড়িবাড়ি সেবা পৌছে দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments