জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ৫শত পিস কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি ঈদগাহ মাঠ হাফেজিয়া মাদরাসার এতিম শিশুদের হাতে কম্বল তুলে দিয়ে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতিয়পাটির যুগ্ম আহবায়ক দবির হুদা ও পৌর জাতিয়পাটির সভাপতি আব্দুল গফুর প্রমুখ। পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৪টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এসব কম্বল সরবরাহ করে ।
0 Comments