বিজ্ঞাপন দিন

চুরি আতংকে জলঢাকাবাসী

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় দিনের পর দিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েই চলছে চুরি সংক্রান্ত ঘটনা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ ও মৌখিকভাবে একাধিকবার অবগত করলেও এখন পর্যন্ত এসব দোকান চুরির ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে চোর গ্রেপ্তার না হলেও অব্যাহত রয়েছে চুরি সংক্রান্ত ঘটনা। খোজ নিয়ে জানা যায়,গত ১১ ফেব্রুয়ারি মধ্যরাতে জলঢাকা বাজারের ডোমার ডিমলা রোড এবং থানার মাত্র ২’শ গজ দূরত্বে অবস্থিত ইকফা এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা অটো,ইজিবাইক ও ট্রাক্টরের মোট ২৮১ টি নতুন এবং ১৫ টি পুরাতন ব্যাটারি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। যার দাম ১৮ থেকে ২০ লাখ টাকা। এছাড়াও নগদ ১৫ হাজার টাকাসহ দোকানে থাকা সিসি ক্যামেরার মেশিনটিও নিয়ে যান চোরচক্র। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ করেছেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইকফা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ফয়সাল মুরাদ। অপরদিকে গত ৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার বালাগ্রাম এলাকার পূর্ণ রায়ের বাড়ি হতে ৩ টি গরু চুরি হয়। যার আনুমানিক দাম এক লাখ ৩০ হাজার টাকা। এতে সর্বস্বান্ত হারিয়ে পথে বসিয়েছে ওই পরিবারটি। এছাড়াও গত ২২ আগস্ট রাতে পৌর শহরে কেন্দ্রীয় জামে মসজিদের গেট সংলগ্ন জীবন স্টোর নামে একটি মুদির দোকান এবং একই রাতে অজ্ঞাত ব্যক্তি হিরু বেকারীর ২৮/৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ১৯ সেপ্টেম্বর রাতে পৌরশহরের জিয়া ট্রেডার্স,২০ সেপ্টেম্বর ভোরে একইভাবে পৌরশহরের ডিমলা রোডস্থ নোকা স্টোর,আনারুল ট্রেডার্স,কাদের স্টোরে চুরি করার উদ্দেশে প্রবেশের চেষ্টা চালানো হয়। তবে হঠ্যাৎ করে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়ে যাওয়ায় আতংকে রয়েছেন জলঢাকার ব্যবসায়ীরা। এ বিষয়ে পৌর মেয়র ও জলঢাকা বাজার ব্যবসায়ী সমন্বয় কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন বাবলু বলেন,‘‘চুরি রোধে পৌরবাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং আগামী দুই সপ্তাহের মধ্যে পুরাতন পাহাদারদের বাদ দিয়ে নতুন পাহাদার নিয়োগ করা হবে।’’ চুরি বেড়ে যওয়ার বিষয়ে থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবীর বলেন,‘‘পর্যাপ্ত পাহাদার নিয়োগ এবং পৌর বাজার সিসি ক্যামেরার আওতায় নিয়ে না আসায় মূলত চুরি সংক্রান্ত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সিসি ক্যামেরা ও পাহারাদার নিয়োগের বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের সাথে একাধিকবার আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না।’’

Post a Comment

0 Comments