আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারর জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি পালনে প্রথমে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে এবং বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।
৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ এবং দোয়া করা হয়।
অপরদিকে জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজেও এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
0 Comments